সাইকেল হয়ে গেল মোটরসাইকেল!

Passenger Voice    |    ১২:২২ পিএম, ২০২৪-০৪-২০


সাইকেল হয়ে গেল মোটরসাইকেল!

দূর থেকে দেখলে যে কেউ ভেবে নিতে পারে বিশ্বের অন্যতম সেরা রেসিং বাইক ডুকাটি। তবে ডুকাটির আদল দিতে চাইলেও আসলে এটি একটি বাইসাইকেল। আর এই বাইসাইকেলটিকে এমন রূপ দিয়ে চারদিকে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন সোহেল রানা নামের এই যুবক।

স্বপ্নবাজ এই যুবকের বাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসূতা গ্রামে। বাবার নাম মৃত দুলাল মিয়া। চার ভাই এক বোনের মধ্যে সে তৃতীয়। অনার্স শেষ করেছে ভূগোল নিয়ে। টিউশনি করার পাশাপাশি বড় ভাইদের ব্যবসায় সহযোগিতা করেন।

সোহেল রানা জানান, প্রায় দেড় মাস পরিশ্রম করার পর তার নিজ বাইসাইকেলটিকে মোটরবাইকের আদলে রূপ দেওয়া সম্ভব হয়েছে। এই সময়ে প্রতিদিন কাজের ফাঁকে সময় বাঁচিয়ে মোটরসাইকেল তৈরিতে সময় দেন তিনি। আর এখন এই মোটরবাইক দিয়েই বাড়ি থেকে বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন রানা, বাজার করেন ঘুরতেও বের হন। মাত্র ১০ টাকার বিদ্যুৎ খরচে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন।

রানার স্বপ্ন ছিল মোটরবাইক কেনার। কিন্তু অনটনের সংসারে সে স্বপ্ন বাস্তব করা দুঃসাধ্য। তবে ইচ্ছে থাকলে দুধের স্বাদ ঘোলেও যে মেটানো যায় তারই যেন উদাহরণ রানার ডুকাটি। আর এ কাজে তার পাশে থেকে সহযোগিতা করেন এক প্রতিবেশী।

সাইকেল থেকে মোটরসাইকেলের অবয়ব তৈরি করতে প্রথমেই লাগানো হয়েছে ইলেকট্রিক বাইকের ব্যাটারি। পরে বিভিন্ন তার ও রড দিয়ে ডুকাটি বাইকের বডি তৈরা করা হয়। বিভিন্ন উপকরণে তৈরি এই মোটরসাইকেলটি দেখে মুগ্ধ এলাকাবাসী। তার এমন সৃষ্টিকর্মে খুশি সবাই। মোটরসাইকেলের গঠনের মতো এই বাইকটি তৈরি করতে রানার খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

প্যা/ভ/ম